[Intro]
Em
ঠিকানা জানতে মানা
Bm
ডানাকাটা জামা খানা
C
চশমাটা তিন কোনা
Am
লাগিয়ে তার আনাগোনা
Em D
শহরের এই প্রিয় প্রান্তে
C Em
পথ হারিয়েছো তাই যদি জানতে
[Verse 1]
C
ফুটপাতে টিয়া পাখি
Am
আঁখিতে রাখিয়া আখি
D
ভাগ্য বলিছে সখি
B7
তাই বুঝি আমি ঠকি
[Chorus]
Em D
আমি ঠকি বা তুই ঠকিশ
C Em
দিশেহারা তুই জেনে রাখিস
Em D
আধ ভাঙ্গা মন টাকে বানিয়ে বালিশ
C Em
আকাশের কাছে ছুড়ে দিলাম নালিশ
[Intro]
Em
ঠিকানা জানতে মানা
Bm
ডানাকাটা জামা খানা
C
চশমাটা তিন কোনা
Am
লাগিয়ে তার আনাগোনা
Em D
শহরের এই প্রিয় প্রান্তে
C Em
পথ হারিয়েছো তাই যদি জানতে
[Verse 1]
C
ফুটপাতে টিয়া পাখি
Am
আঁখিতে রাখিয়া আখি
D
ভাগ্য বলিছে সখি
B7
তাই বুঝি আমি ঠকি
[Chorus]
Em D
আমি ঠকি বা তুই ঠকিশ
C Em
দিশেহারা তুই জেনে রাখিস
Em D
আধ ভাঙ্গা মন টাকে বানিয়ে বালিশ
C Em
আকাশের কাছে ছুড়ে দিলাম নালিশ
Leave the comments